চেন্নাইয়ের টানা পরাজয়ের কারণ জানালেন ধোনি
 প্রকাশিত: 
                                                ১১ অক্টোবর ২০২০ ২১:৫৮
 আপডেট:
 ১১ অক্টোবর ২০২০ ২১:৫৯
                                                
 
                                        আইপিএলের ইতিহাসে চেন্নাই সুপার কিংস একমাত্র দল যারা ১২ আসরের মধ্যে আটবারই ফাইনাল খেলেছে।
এখনও পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হয়েছে ধোনির দল। চেন্নাইয়ের ধারেকাছেও অন্য কোনো দল।
আর এমন সফলগাঁথা নিয়ে এবারের আইপিএলে হেরেই যাচ্ছে চেন্নাই। মরুরাজ্যে গিয়ে নিজেদের হারিয়ে ফেলেছেন চেন্নাইয়ের খেলোয়াড়রা।
টানা পরাজয়ে প্রথমবারের মতো প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কা জেগেছে তাদের।
শনিবার রাতে বিরাট কোহলির ব্যাঙ্গালুরুর কাছে হারের পর নিজের হতাশার কথা জানিয়েছেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ম্যাচশেষে ধোনি বলেন, ‘ব্যাটিংয়ে বারবার ব্যর্থ হচ্ছি আমরা। আজকের ম্যাচেও (শনিবার) দেখা গেল একই ঘটনা। আমার মনে হয়, এ বিষয়ে শিগগিরই কিছু একটা করা দরকার। খেলায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে, তা হতে পারে না। হতে পারে ব্যক্তিগত দিক থেকে বিষয়গুলো আলাদা।’
চেন্নাই অধিনায়ক আরও বলেন, ‘গায়ের শক্তির দিক থেকে আমাদের ব্যাটিং খানিকটা পিছিয়ে আছে। বিশেষ করে ছয় ওভারের পরে। কখনও কখনও নির্দিষ্ট খেলোয়াড় হয়তো দাঁড়িয়ে যায়। কিন্তু এভাবে বেশিদূর এগোনো যায় না। একটা নির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন হয় সব দলের বিপক্ষেই। ম্যাচে ৭ থেকে ১৪ ওভারের সময় কীভাবে খেলতে হবে তাও ঠিক করে ভেবে নেয়া উচিত।’
বোলিং ডিপার্টমেন্টের বিষয়ে ধোনি বলেন, ‘আমাদের বোলিং শক্তিটা ভালো। আমরা দেখিয়েছি, প্রতিপক্ষকে অল্পেই আটকে রাখতে পারি। কিন্তু সমস্যা হলো, কখনও প্রথম ৬ ওভারে কিংবা কখনও শেষের ৪ ওভারে খুব বেশি রান দিয়ে ফেলছি।’
টানা পরাজয়ের কারণে ব্যাখ্যা দিতে গিয়ে ধোনি বলেন, ‘বিষয়টি এখন এমন মনে হচ্ছে যে, জাহাজে অনেক বেশি ফুটো এবং আপনি একটা ফুটো বন্ধ করলে অন্য ফুটো দিয়ে পানি প্রবেশ করতে থাকে। আমাদের সম্মিলিতভাবে কাজগুলো করতে হবে। একই ম্যাচে সবাইকে সমানভাবে কাজ করতে হবে, এ ছাড়া কাঙ্ক্ষিত ফল আসবে না। আর একবার জয়ে ফিরলে আমাদের সব কিছুই বদলে যাবে।’
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: