শনিবার, ২৫শে মার্চ ২০২৩, ১১ই চৈত্র ১৪২৯

Rupali Bank


কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শান্ত


প্রকাশিত:
১৫ মার্চ ২০২৩ ১৭:১৩

আপডেট:
২৫ মার্চ ২০২৩ ১৫:৫৬

 ফাইল ছবি

বাইশগজে স্বপ্নের মতো সময় কাটছে নাজমুল হোসেন শান্তর। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে বাংলাওয়াশের স্বাদ দেওয়ার নেপথ্য নায়ক টাইগার এ বাঁহাতি ব্যাটার। সিরিজজুড়ে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে সিরিজসেরার পুরস্কারও জিতেছেন শান্ত।

ওয়ানডে সিরিজেও ধরে রেখেছিলেন ধারাবাহিকতা। এবার তারই ছাপ দেখা গেল আইসিসির হালনাগাদকৃত টি-টোয়েন্টির ব্যাটার র‌্যাংকিংয়ে। দুরন্ত ফর্মে থাকা শান্ত র‌্যাংকিংয়ে ৬৮ ধাপ এগিয়ে ওঠে এসেছেন ১৬তম স্থানে। তার চেয়ে একধাপ ওপরে আছেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। পয়েন্ট ব্যবধানে বলতে গেলে কোহলির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন শান্ত।

বুধবার (১৫ মার্চ) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত আপডেট র‌্যাংকিং অনুযায়ী, টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ ধাপ উন্নতি হয়েছে শান্তর। ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা ষোলতম স্থানে এই ব্যাটার। এদিকে, ৬১২ পয়েন্ট নিয়ে ১৫তম অবস্থানে আছেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাংকিংয়ে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা অবস্থানে রয়েছেন শান্তই। বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন লিটন দাস। তিনি ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭৩ রানের ইনিংস খেলেছেন। ৫৬৬ রেটিং পয়েন্ট নিয়ে তার বর্তমান অবস্থান ২২ নম্বরে।

এছাড়া সেরা পাঁচ ব্যাটারের তালিকায় কোনো নড়চড় হয়নি। ৯০৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষেই আছেন ভারতীয় তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। এছাড়া দুই ও তিনে আছেন যথাক্রমে মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

মুগ্ধতা ছড়াচ্ছেন শান্ত

ক্যারিয়ারে অনেক উত্থান-পতনের সাক্ষী থেকেছেন টাইগার ওপেনার শান্ত। শত ট্রল, শত কটু কথা, আর আন্তর্জাতিক ক্রিকেটের চাপ এসব চ্যালেঞ্জ পাশ কাটিয়ে ধারাবাহিক হয়েছেন অবশেষে। নিজেকে বদলে ফেলার শুরুটা হয়েছিল সর্বশেষ বিপিএল দিয়ে। দেশি এবং বিদেশি তারকা ব্যাটারদের টপকে সর্বোচ্চ রানসংগ্রাহক এবং টুর্নামেন্টসেরার পুরস্কার জিতেছিলেন শান্ত। যদি তা নিয়েও টিটকারি কম হয়নি। জাতীয় দলে আসলেই যেই-সেই হয়ে যাবে এমন কটু কথাও শুনতে হয়েছে তাকে একটা সময় পর্যন্ত।

তবে সব সমালোচনা আর ট্রলের জবাব দেওয়ার মঞ্চ হিসেবে বেছে নিলেন চিরচেনা বাইশগজকেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন। ব্যাট হাতে যেমন প্রতিপক্ষের বোলারদের তুলোধুনো করছেন, তেমনি ফিল্ডিংয়েও দারুণ কার্যকর। যেখানে বল সেখানেই দেখা মেলে শান্তর।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ব্যাট হাতে বলতে গেলে একাই দলকে টেনেছিলেন। টি-টোয়েন্টি সিরিজেও ধারাবাহিকতা ধরে রাখেন। সদ্য সমাপ্ত সিরিজটিতে তি ম্যাচে ১৪৪ রান করেছেন শান্ত। প্রথম ম্যাচে করেছেন ম্যাচজয়ী অর্ধশতক। বাকি দুই ম্যাচেও ছিলেন শেষ পর্যন্ত অপরাজিত। সিরিজে মাত্র একবার তাকে আউট করতে পেরেছেন ইংলিশ বোলাররারা। এবার তারই স্বীকৃতি মিলছে।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top