বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

Rupali Bank


রোনালদোকে নিয়ে মুখ খুললেন ম্যানচেস্টার কোচ


প্রকাশিত:
৮ ডিসেম্বর ২০২২ ২২:৫৪

আপডেট:
২৮ মার্চ ২০২৪ ১৮:৫০

ছবি সংগৃহিত

যৌবনে যে ক্লাব থেকে বিশ্বের অন্যতম সেরা তারকা হিসেবে উত্থান ক্রিশ্চিয়ানো রোনালদোর, খানিক তিক্ততা নিয়েই সেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে হয়েছে তাকে।

বিষয়টা নিয়ে প্রথম বারের মতো মুখ খুললেন ম্যানচেস্টার কোচ এরিক টেন হ্যাগ। তিনি বলছেন, রোনালদো চলে যাওয়ায় কোনো ক্ষতি হবে না দলের। ও চলে গেছে। এটা এখন অতীত। আমরা সামনের দিকে তাকাতে চাইছি। আমরা ভবিষ্যতের কথা ভাবতে চাইছি।

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ তরুণ ফুটবলারদের নিয়ে চলতে চাইছেন। তার পরিকল্পনায় বয়স্ক ফুটবলাররা নেই। আর রোনালদোর বয়স এখন ৩৭।

টেন হ্যাগ বলেছেন, আপনি যখন সংগঠনের মধ্যে কিছু পরিবর্তন করতে চাইবেন, তখন কিছু বিষয় তো নতুন হবেই। আমরা খেলার ধরন বদলাতে চাইছি। একটু সময় তো লাগবেই। সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে প্রতিপক্ষ আপনাকে সময় দেবে না। প্রতিপক্ষ আপনার ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই আমরা নতুন ব্যবস্থার সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের দলটা সত্যিই দুর্দান্ত। আমরা মানসিকতা পরিবর্তন করেছি। তার প্রভাব আমাদের পারফরম্যান্সেও পড়েছে। আমার তো মনে হচ্ছে আমরা এগোচ্ছি। আমরা এই পদ্ধতিটাই অনুসরণ করতে চাই।

উল্লেখ্য, বিশ্বকাপ শুরুর আগে এক সাক্ষাৎকারে ক্লাবের কোচ সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেন রোনালদো। তারপরেই তার সঙ্গে সম্পর্ক ছেদ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিশ্বকাপের পর পর্তুগিজ তারকা কোন ক্লাবের জার্সি গায়ে খেলবেন, তা এখনও নিশ্চিত নয়।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top