হোয়াটসঅ্যাপে এলো নতুন ভিডিও কল ব্যাকগ্রাউন্ড ফিচার
 প্রকাশিত: 
                                                ৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৮
 আপডেট:
 ৪ নভেম্বর ২০২৫ ১৯:১৭
                                                
                                        হোয়াটসঅ্যাপ এবার ভিডিও কল ও ক্যামেরা ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করতে নিয়ে এসেছে এক অভিনব ফিচার। অ্যানড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য সংযোজন করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ব্যাকগ্রাউন্ড, যা কলিং অভিজ্ঞতাকে করে তুলবে আরও ব্যক্তিগত ও রঙিন।
কল্পনা অনুযায়ী ব্যাকগ্রাউন্ড তৈরির সুযোগ
আগে নির্দিষ্ট কিছু পূর্বনির্ধারিত ব্যাকগ্রাউন্ড থেকে বেছে নেওয়ার সুযোগ থাকলেও, এবার মেটা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ব্যবহারকারীরা নিজের ইচ্ছেমতো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন। কয়েকটি শব্দ লিখলেই নির্দেশনা অনুযায়ী তৈরি হবে একক ছবি, যা তাৎক্ষণিকভাবে ভিডিও কল বা ক্যামেরায় ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যাবে।
ব্যবহার সহজ, অতিরিক্ত অ্যাপ্লিকেশনের দরকার নেই
নতুন ফিচারটি ব্যবহার করতে কোনো বাইরের অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না। শুধু ক্যামেরা ওপেন করে কল প্রভাব বোতামে চাপতে হবে, তারপর ব্যাকগ্রাউন্ড বিকল্পে গিয়ে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করুন’ নির্বাচন করলেই হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি হবে নতুন ব্যাকগ্রাউন্ড, যা ভিডিও কলেও কার্যকর থাকবে।
নিরাপত্তা অটুট
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচার যোগ হলেও কল ও বার্তার নিরাপত্তায় কোনো প্রভাব পড়বে না। আগের মতোই সবকিছু প্রান্ত-থেকে-প্রান্ত এনক্রিপশনের (End-to-End Encryption) মাধ্যমে সুরক্ষিত থাকবে।
ধীরে ধীরে চালু হবে
বর্তমানে সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য ফিচারটি উন্মুক্ত করা হয়েছে। ধাপে ধাপে সারা বিশ্বে এই ফিচার চালু করা হবে।
সব মিলিয়ে বলা যায়, হোয়াটসঅ্যাপের কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ব্যাকগ্রাউন্ড ফিচার ভিডিও কলের জগতে এক নতুন মাত্রা যোগ করেছে। এটি শুধু কলকে আনন্দময় করবে না, বরং ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও ব্যক্তিগত ও সৃজনশীল করে তুলবে।
সম্পর্কিত বিষয়:



                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: