রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno

চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকানো কি নিরাপদ


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৯

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৪

ছবি সংগৃহীত

কেউ বলেন চোখ নষ্ট হয়ে যাবে, কেউ বলেন এতে অশুভ শক্তি ভর করে–চন্দ্রগ্রহণের দিকে খালই চোখে তাকানো নিয়ে রহস্যের অন্ত নেই। তবে এসবের কি আদৌ কোনো সত্যতা আছে, বিজ্ঞান কি এসব সমর্থন করে?

চলুন জেনে নেই চন্দ্রগ্রহণ দেখা সংক্রান্ত বিশ্বাস ও তার পেছনের বিজ্ঞান।

লোকবিশ্বাস যা বলে

বাংলাদেশে গ্রামের দিকে এখনও শোনা যায়, চন্দ্রগ্রহণের দিকে তাকালে চোখ নষ্ট হয়ে যাবে। অনেকে বলেন, গ্রহণকালে চাঁদ ‘অশুভ আলো’ ছড়ায়, যা চোখে গেলে অন্ধ হয়ে যেতে পারে।

কেউ কেউ বিশ্বাস করেন, খালি চোখে চন্দ্রগ্রহণ দেখলে মাথাব্যথা, বমি বা মানসিক অস্থিরতা দেখা দেয়। গর্ভবতী নারীদের এসময় বাইরে যেতে নিষেধ করা হয়। ধারণা করা হয়, এতে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে।

কিন্তু আসলেই কি ছোটবেলার এই চাঁদমামা চন্দ্রগ্রহণের সময় হঠাৎ করেই খলনায়ক হয়ে যায়?

বিজ্ঞান যা বলে

বাস্তবে, চন্দ্রগ্রহণের দিকে খালি চোখে তাকালে কোনো ক্ষতি হয় না। কারণ চন্দ্রগ্রহণ মানে হলো -- পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে এসে চাঁদের উপর ছায়া ফেলছে। এ সময় চাঁদ অন্ধকার বা লালচে রঙ ধারণ করে, কিন্তু এতে চোখের জন্য কোনো ক্ষতিকর রশ্মি নেই।

এর সৌন্দর্য উপভোগ করতে কোনো বিশেষ যন্ত্রের দরকার নেই। তবে টেলিস্কোপ বা দূরবীন ব্যবহার করলে চাঁদের লালচে ভাব বা ‘ব্লাড মুন’ আরও স্পষ্ট দেখা যায়। অর্থাৎ, এটি খালি চোখে দেখা একেবারেই নিরাপদ।

তথ্যসূত্র: বিবিসি সায়েন্স


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top