মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno

এক চার্জে ৫০ ঘণ্টা চলবে অ্যাপলের এই হেডফোন


প্রকাশিত:
২ মে ২০২৪ ১১:৩১

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ২১:২২

ছবি- সংগৃহীত

শক্তিশালী ব্যাটারির হেডফোন বাজারে এলো। এই ডিভাইস এনেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির বিটস ব্র্যান্ডে এসেছে এই প্রযুক্তিপণ্য। বিটস সোলো বাডস এবং বিটস সোলো ওয়্যারলেস ইয়ারফোন হাজির করেছে অ্যাপল।

অ্যাপলের দাবি অনুযায়ী, নতুন বিটস সোলো ৪ এক চার্জে টানা ৫০ ঘণ্টা চলতে পারে। দারুণ প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে হাইটেক ফিচার সম্পন্ন এই ইয়ারবাড ও হেডফোন।

অ্যাপলের নতুন এই গ্যাজেট ইউএসবি টাইপ সি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া যাবে। এমনকি আইফোন এবং অ্যানড্রয়েড-দুই ধরনের ডিভাইসেই কানেক্ট করা যাবে। বিট সোলো বাডস এক ক্লিকেই পেয়ারিং করা যাবে বলে দাবি করেছে সংস্থা। ফুল চার্জে টানা ১৪ ঘণ্টা প্লেব্যাক দিতে সক্ষম এই ইয়ারবাডস।

অন্যদিকে বিটস সোলো ৪ হল বিটস সোলো ৩ হেডফোনের উত্তরসূরি। এতে ডাইনামিক হেড ট্র্যাকিং এবং পার্সোনোলাইজড স্পাশিয়াল অডিও ফিচার পাওয়া যাবে। এটি ফুল চার্জ টানা ৫০ ঘণ্টা চলতে পারে। দুই ডিভাইসের দাম কত রাখা হয়েছে জেনে নিন।

বিটস সোলো বাডসের দাম রাখা হয়েছে ৮০ ডলার। জুন থেকে এটির বিক্রি শুরু হবে। চারটি রঙে পাওয়া যাবে - আর্কটিক পার্পেল, ম্যাট ব্ল্যাক, স্টর্ম গ্রে এবং ট্রান্সপ্যারেন্ট রেড।

অন্যদিকে বিটস সোলো ৪ এর দাম ২০০ ডলার। এর বিক্রি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়ে গিয়েছে। ২ মে থেকে শুরু হবে শিপিং।এই অডিও ডিভাইস তিনটে রঙে পাওয়া যাবে - ক্লাউড পিঙ্ক, ম্যাট ব্ল্যাক এবং স্লেট ব্লু শেড।

বিটস সোলো বাডসের ফিচার

বিটস সোলো বাডসে রয়েছে ডুয়াল লেয়ার ড্রাইভার এবং লেসার কাট ভেন্ট যা অডিও কোয়ালিটি বাড়াতে সাহায্য করবে। এতে চারটি ইয়ার টিপ সাইজ পাওয়া যাবে - এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম এবং লার্জ। সিমলেস কানেকশনের জন্য এতে ওয়ান টাচ পেয়ারিংয়ের সুবিধা পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এতে একটি ‘বি’ বাটন রয়েছে যার মাধ্যমে মিউজিক, ভলিউম, কল ইত্যাদি নিয়ন্ত্রণ করা যাবে।

বিটস সোলো ৪ মডেলের ফিচার

এটি একটি ওয়্যারলেস হেডফোন যেখানে ৪০ এমএম ড্রাইভার রয়েছে। এতেও পাবেন ডাইনামিক হেড ট্র্যাকিং। আরাম হবে এমন ইয়ারকাপ দিয়ে তৈরি করা হয়েছে এই হেডফোন। মিলবে কাস্টমাইজ বি বাটন যা দিয়ে মিউজিক, ভলিউম নিয়ন্ত্রণ করা যাবে এবং কল ও ভয়েস অ্যাসিস্ট্যান্টও চালু করা যাবে। এই হেডফোন ব্যবহার করার জন্য বিটস অ্যাপ ডাউনলোড করতে হবে ইউজারদের।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top