মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


মিরপুরের উইকেট নিয়ে যা বলছেন তাইজুল


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২৩ ১২:৫০

আপডেট:
৫ আগস্ট ২০২৫ ০৬:৩৬

ছবি-সংগৃহীত

বড় প্রত্যাশা নিয়ে মিরপুরে পা রেখেছিল বাংলাদেশ। নিজেদের সবচেয়ে চেনা মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ভাল কিছু করারই প্রত্যয় ছিল টাইগারদের। কিন্তু ঢাকা টেস্টের শুরুর সেশনেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ৫০ পেরুনোর আগেই হারিয়েছে চার উইকেট। রান তুলতে রীতিমত সংগ্রাম করেছেন টাইগার ব্যাটাররা। টস জিতে শান্তর ব্যাট করার সিদ্ধান্ত ঠিক কতটা যৌক্তিক ছিল, সেখানেও হয়ত প্রশ্নবোধক চিহ্ন রাখাই যায়।

ঢাকা টেস্টে স্পিনই ভাগ্য নির্ধারণ করবে, এমনটা আগেই আঁচ করেছিলেন কিউই অধিনায়ক টিম সাউদি। দলে তাই ইশ সোধির বদলে এসেছেন মিচেল স্যান্টনার। সেই স্যান্টনারই এজাজ প্যাটেলের সঙ্গে মিলে সর্বনাশ ডেকেছেন টাইগার ইনিংসে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন আসে, পিচের সুবিধা ঠিক কতখানি নিতে পারবে বাংলাদেশের স্পিনাররা।

ম্যাচের দিন আজ সকালে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাতকারে মিরপুরের উইকেট নিয়েই চলল আলোচনা। ঢাকা টেস্টের উইকেট ণীয়ে তাইজুল বলছিলেন, ‘উইকেট আসলে এমনি দেখলাম, যেটুকু দেখার দেখেছি। আপনি এখনি অনুমান করতে পারবেন না। দিনে দিনে উইকেটের একটা পরিবর্তন আসে। প্রথম দিন এক রকম থাকে, দ্বিতীয় দিন এক রকম থাকে। উইকেট যেমনটাই থাকুক না কেন, আমাদের সবার ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ।’

সিলেট টেস্টে দশ উইকেট নিয়ে বাংলাদেশের ম্যাচ জয়ের নায়ক হয়েছিলেন তাইজুল। সেই ফর্মটাই ধরে রাখতে চান ঢাকায়, 'অবশ্যই খেলোয়াড় হিসেবে ভালো কিছু করার জন্য নজর থাকে। কিন্তু সিলেটে যা হয়েছে তা যে আবার হবে তেমন কিছু না। আমাদের প্রচেষ্টা ঠিক রাখতে হবে। আমি আছি, নাঈম আছি যারা আছে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ।'


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top