বৃহঃস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫, ৮ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


যাকাত না দিলে পরকালে যে ক্ষতি


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ১২:২২

আপডেট:
২৩ অক্টোবর ২০২৫ ০৮:৩৫

ছবি সংগৃহীত

যাকাত প্রদান ইসলামের গুরুত্বপূর্ণ বিধান ও ইসলামের পঞ্চস্তম্ভের অংশ। কোরআন ও হাদিসে একাধিক জায়গায় যাকাত প্রদানে উৎসাহিত করা হয়েছে এবং যাকাত না দিলে শাস্তি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

যাকাত প্রদান না করার ক্ষতি সম্পর্কিত তিনটি হাদিস তুলে ধরা হলো—

এক হাদিসে বর্ণিত হয়েছে— ‘যে ব্যক্তি সোনা-রূপা ও সম্পদের মালিক; কিন্তু যাকাত আদায় করে না, কিয়ামতের দিন তার ওই সম্পদ ও সোনা-রূপাকে আগুন দিয়ে বহু পাত তৈরী করা হবে। এরপর সেগুলোকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেওয়া হবে।

যখনই সে পাত ঠান্ডা হয়ে যাবে তখনই তা পুনরায় গরম করে একইভাবে দাগ দেওয়ার শাস্তি চলতেই থাকবে। আর তখন দিনের পরিমাণ হবে ৫০ হাজার বছরের সমান। বান্দাদের বিচার-নিষ্পত্তি হওয়া পর্যন্ত তাকে এই শাস্তি দেওয়া হবে। এরপর সে জান্নাতের দিকে না হয় দোযখের দিকে তার পথ দেখতে পাবে। (মুসলিম)

অন্য হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন, তারপর সে যে সম্পদের যাকাত দিবে না, কিয়ামতের দিন তার সম্পদ তার জন্য চোখের পাশে দুটি কালো দাগবিশিষ্ট বিষাক্ত সাপে পরিণত হবে, তারপর সেটি তার চোয়ালের দু’পাশে আক্রমণ করবে এবং বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত ধন। (বুখারি, হাদিস : ১৪০৩)

আরেক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার উটের যাকাত দিবে না সে যেভাবে দুনিয়াতে ছিল তার থেকে উত্তমভাবে এসে তাকে পা দিয়ে মাড়াতে থাকবে, একইভাবে যে ব্যক্তি ছাগলের যাকাত দিবে না সে যেভাবে দুনিয়াতে ছিল তার থেকেও উত্তমভাবে এসে তাকে তার খুর ও শিং দিয়ে ক্ষতবিক্ষত করতে থাকবে ...

আর তোমাদের কেউ যেন কিয়ামতের দিন তার কাঁধে ছাগল নিয়ে উপস্থিত না হয়, যে ছাগল চিৎকার করতে থাকবে, তখন সে বলবে, হে মুহাম্মাদ! আর আমি বলব, আমি তোমার জন্য কোন কিছুরই করতে পারবো না, আমি তো তোমার কাছে বাণী পৌঁছিয়েছি।

আর তোমাদের কেউ যেন তার কাঁধে কোন উট নিয়ে উপস্থিত না হয়, যা শব্দ করছে। তখন সে বলবে, হে মুহাম্মাদ! আমি বলব, আমি তোমার জন্য কোন কিছু করতে পারবো না, আমি তো তোমাদেরকে পৌঁছিয়েছি। (বুখারি, হাদিস : ১৪০২; মুসলিম, হাদিস : ৯৮৮)


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top