বৃহঃস্পতিবার, ৩০শে অক্টোবর ২০২৫, ১৪ই কার্তিক ১৪৩২

Shomoy News

Sopno


নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন সুশিক্ষা, বড় বড় সেতু নয় : আমীর খসরু


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৫ ২০:৩৭

আপডেট:
৩০ অক্টোবর ২০২৫ ০১:৫৬

ছবি : সংগৃহীত

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের পেছনে তাকানোর সময় নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে। নতুন বাংলাদেশ গড়তে প্রয়োজন সুশিক্ষা বড় বড় দালানকোঠা বা সেতু নয়। সুশিক্ষিত জাতিই একটি দেশকে সত্যিকারের উন্নতির পথে নিয়ে যেতে পারে।

তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষা-নির্ভর। শিক্ষিত না হলে জাতি নিজের পায়ে দাঁড়াতে পারবে না। আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষায় সর্বাধিক গুরুত্ব দিতে হবে।

বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম নগরের হালিশহরে রাবেয়া বসরি বালিকা উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে আমির খসরু বলেন, নারী ক্ষমতায়ন ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। মেয়েদের শিক্ষার প্রতি বিশেষ জোর দিতে হবে, যাতে তারা স্বামীর মুখাপেক্ষী না হয়। বিশ্বে প্রযুক্তির যে পরিবর্তন আসছে, আমাদের মেয়েরা যদি সেই প্রযুক্তির সঙ্গে যুক্ত হতে না পারে, তবে তারা পিছিয়ে পড়বে– পড়াশোনা করেও তেমন লাভ হবে না। মেয়েদের কমপিউটার শিক্ষায় দক্ষ হতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই মেয়েরা সর্বক্ষেত্রে এগিয়ে আসুক– চাকরিক্ষেত্রে, ক্রীড়াঙ্গনে, রাজনীতিতে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারী শিক্ষার জন্য অসামান্য অবদান রেখেছেন। আগামীতে নারী শিক্ষার আরও অগ্রগতির জন্য তারেক রহমান নানা পদক্ষেপ নেবেন।

তিনি আরও বলেন, প্রতিটি স্কুলে ল্যাবরেটরি স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষার সুযোগ রাখতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও শিক্ষার অংশ– এগুলো পাশাপাশি চালিয়ে যেতে হবে। অতীতে আমরা অনেক স্কুলে ভবন নির্মাণ করেছি; ভবিষ্যতে ইনশাআল্লাহ এসব বিষয়ে আরও বেশি মনোযোগ দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে আমির খসরু কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top