7960

10/23/2025 বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

বিরামপুরে সাড়ে ৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

দিনাজপুর থেকে

৩০ নভেম্বর ২০২১ ০৭:০৫

দিনাজপুরের বিরামপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে জব্দ করা ৫ কোটি ৬০ লাখ টাকার মাদকদ্রব্য সোমবার (২৯ নভেম্বর) দুপুরে বিরামপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে ধ্বংস করেছে বিজিবি।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩৫ হাজার পিস ফেন্সিডিল, ৪ হাজার পিস ইয়াবা, ১০০ কেজি গাঁজা, ১০০ লিটার মদ, ৩৩ হাজার পিস যৌন উত্তেজক সিরাপ, ১৩ হাজার পিচ এ্যাম্পল।

এর আগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক, ২৯-বিজিবি ফুলবাড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ শরীফ উল্লাহ, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার প্রমুখ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]