6987

10/24/2025 ‘দিল্লি কা লাড্ডু’ নিয়ে হাজির সাবরিনা বশির

‘দিল্লি কা লাড্ডু’ নিয়ে হাজির সাবরিনা বশির

বিনোদন প্রতিবেদক

১২ অক্টোবর ২০২১ ২৩:১২

আলোচিত কণ্ঠশিল্পী সাবরিনা বশির। তার সুমধুর কন্ঠ সচল আধুনিক কিংবা ফোক সব ধারায়। কাজ করেছেন দেশের জনপ্রিয় সব শিল্পীদের সাথে। দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য গান।

এরই ধারাবাহিকতায় এবার শ্রোতাদের জন্য ‘দিল্লি কা লাড্ডু’ শিরোনামে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। গানটিতে মডেল হয়েছেন সাবরিনা বশির ও চিত্রনায়ক আশিক চৌধুরী। গানচিত্রটি নির্মাণ করেছেন মোহন ইসলাম। আসছে ৩০ অক্টোবর এই কণ্ঠশিল্পীর জন্মদিনে ইউটিউবে গানচিত্রটি প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে সাবরিনা বশির বলেন, ‘আমি শৈশব থেকেই গানের চর্চা করি। গানের প্রতি ভালোবাসা থেকেই কণ্ঠশিল্পী হওয়া। সবসময় চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেয়ার। গান দিয়েই শ্রোতাদের মনে সারা জীবন বেঁচে থাকতে চাই।আশা করছি, আমার অন্য সব গানের মতোই নতুন গানটি সবার ভালো লাগবে।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]