6895

10/23/2025 টোকিও ও আশেপাশের এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প

টোকিও ও আশেপাশের এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

৮ অক্টোবর ২০২১ ১৬:১৭

জাপানের রাজধানী টোকিও ও আশেপাশের এলাকায় ৬.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) জাপানের আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে এটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৮০ কিলোমিটার। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫.৯ মাত্রার শক্তিশালী ছিল এবং এর গভীরতা ছিল ৬১ কিলোমিটার।

ভূমিকম্পের পরপর সতর্কতা হিসেবে কয়েকটি বুলেট ট্রেন ও লোকাল ট্রেনের সেবা বন্ধ করে দেওয়া হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি দেখা যায়নি। তবে ভূমিকম্পের পরপর টোকিওর কয়েকশ বাড়ি বিদ্যুৎহীন হয়ে গেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]