504

05/07/2025 গণস্বাস্থ্যের করোনা পরীক্ষা কিট হস্তান্তর আজ

গণস্বাস্থ্যের করোনা পরীক্ষা কিট হস্তান্তর আজ

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল ২০২০ ১৭:২৩

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, চূড়ান্ত অনুমোদনের জন্য করোনাভাইরাস টেস্টিং কিট আজ শনিবার সরকারের কাছে হস্তান্তর করবে গণস্বাস্থ্য।

কিট কতটা সফল জানতে চাইলে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা খুব ভালো সফল হয়েছি। রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি। আমরা শনিবার নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দিলে প্রথমে দেব ১০ হাজার, তারপরে এক লাখ দেব। শনিবার সকাল ১১টায় আমরা নমুনা কিটগুলো দিয়ে দেব।

ডা. জাফরুল্লাহ আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডাব্লিউএইচও) বেশ কিছু প্রতিষ্ঠানকে এই কিট দেব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]