46677

01/10/2026 রেমিট্যান্স আসার সঙ্গে সঙ্গে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে

রেমিট্যান্স আসার সঙ্গে সঙ্গে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে

অর্থনৈতিক প্রতিবেদক

৮ জানুয়ারী ২০২৬ ১৬:৩৩

বিদেশ থেকে আসা পণ্য ও সেবা খাতের ইনওয়ার্ড রেমিট্যান্স দ্রুত গ্রাহকের হিসাবে জমা দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।

নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে। তবে, নিয়ম পুরোপুরি বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রেমিট্যান্সের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহককে জানাতে হবে। দ্রুত লেনদেন সম্পন্ন করতে আধুনিক ও সহজ প্রক্রিয়া ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্য থাকলে কিছু কাগজপত্র বা যাচাই পরে করলেও আগে গ্রাহকের হিসাবে টাকা জমা দেওয়া যাবে। তবে যেসব ক্ষেত্রে পরে যাচাই করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে টাকা জমার আগে যাচাই শেষ করে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন শেষ করতে হবে।

রেমিট্যান্স আরও দ্রুত করতে ব্যাংকগুলোকে দিনের শেষে হিসাব মেলানোর ওপর কম নির্ভর করে দিনে দিনেই অর্থ পাওয়ার নিশ্চিতকরণ ব্যবহার করতে বলা হয়েছে। পাশাপাশি হিসাব মেলানোর কাজ ৬০ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া, রেমিট্যান্স গ্রহণ থেকে গ্রাহকের হিসাবে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজে বোঝার জন্য একটি বিশেষ ট্র্যাকিং নম্বর ব্যবহারের কথা বলা হয়েছে। ডিজিটাল বৈদেশিক মুদ্রা ব্যবস্থাও আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যবসায়ী ও ব্যাংকাররা এ উদ্যোগকে ইতিবাচক বলে মনে করছেন। তাদের মতে, এতে গ্রাহকের আস্থা বাড়বে এবং দেশের রেমিট্যান্স ব্যবস্থাপনা আরও দ্রুত ও স্বচ্ছ হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]