46537

01/07/2026 সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

জেলা সংবাদদাতা, বাগেরহাট

৪ জানুয়ারী ২০২৬ ১৪:৫২

পূর্ব-সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি রয়েল বেঙ্গল টাইগার আটকা পড়েছে। বাঘটি উদ্ধারে বনবিভাগ বিশেষজ্ঞ দল নিয়ে অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর বিষয়টি জানাজানি হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস।

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খালসংলগ্ন বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকে পড়ে। শনিবার দুপুরের পর বিষয়টি জানার পর বনবিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাঘটির অবস্থান নিশ্চিত করে।

তিনি আরও বলেন, বাঘটি খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে অবস্থান করছে। নিরাপত্তার কারণে আশপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে।

বনবিভাগ জানায়, বাঘ উদ্ধারে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। রোববার সকালে তিনি ঘটনাস্থলে পৌঁছালে ট্যাংকুলাইজার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম শুরু হবে। ট্যাংকুলাইজারের প্রভাবে বাঘটি সাময়িকভাবে অচেতন হলে তাকে ফাঁদ থেকে মুক্ত করা হবে।

বাঘটির শরীরে অন্য কোনো আঘাত বা অসুস্থতার লক্ষণ পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী লোহার খাঁচায় করে খুলনা বা ঢাকার বনবিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হতে পারে।

করমজল বন্য প্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘটি উদ্ধারের জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসলেই আমরা উদ্ধার কাজ শুরু করবো।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]