46445

01/01/2026 খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল, বন্ধ প্রবেশমুখ

খালেদা জিয়ার কবর জিয়ারত করতে মানুষের ঢল, বন্ধ প্রবেশমুখ

নিজস্ব প্রতিবেদক

১ জানুয়ারী ২০২৬ ১২:৩৯

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিনেও শোকে স্তব্ধ পুরো জাতি। তবে দাফন সম্পন্ন হলেও এখন পর্যন্ত তার সমাধিস্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়নি।

বুধবার (৩১ জানুয়ারি) জানাজার পর থেকেই খালেদা জিয়ার সমাধিস্থলে জিয়ারতের উদ্দেশ্যে মানুষের আগমন লক্ষ্য করা যায়। অনেকেই জানাজার পর দোয়া ও মোনাজাতে অংশ নিতে সমাধিস্থলের দিকে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে প্রবেশপথ বন্ধ থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর থেকে বিজয় সরণির প্রবেশমুখ এলাকায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আগত শুভাকাঙ্ক্ষীরা সমাধিস্থলে যাওয়ার চেষ্টা করেন। তবে বিজয় সরণির মোড়ে পুলিশের বসানো ব্যারিকেডের কারণে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত সমাধিস্থলে সাধারণ মানুষের প্রবেশ ও জিয়ারত বন্ধ থাকবে। এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

এদিকে ঘণ্টাখানেক আগে বিএনপির এক যুগ্ম মহাসচিব পরিবারের সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে আসেন। তিনি ব্যারিকেডের বাইরে থেকেই দোয়া ও মোনাজাত করে চলে যান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। তার মৃত্যু ও জানাজাসহ পরবর্তী সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবেই সম্পন্ন হয়েছে।

প্রবেশ বন্ধ থাকায় অনেক মানুষ বাইরে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যাচ্ছেন। ফলে বড় ধরনের ভিড়ও দেখা যাচ্ছে না। নেতাকর্মীরাও কিছুক্ষণ অবস্থান করে চলে যাচ্ছেন। এখন পর্যন্ত সমাধিস্থল সাধারণ মানুষের জন্য কবে উন্মুক্ত করা হবে বা পরবর্তী কোনো কর্মসূচি আছে কি না—সে বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

এদিকে যারা দেশের বাইরে থাকায় জানাজায় অংশ নিতে পারেননি, তাদের অনেকেই পরবর্তী সময়ে জিয়ারতের উদ্দেশ্যে আসবেন বলে জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, অনুমতি মিললেই সাধারণ মানুষের জন্য সমাধিস্থল খুলে দেওয়া হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]