46360

12/30/2025 খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক : বিপিএলের পর ফুটবলের ম্যাচ স্থগিত

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক : বিপিএলের পর ফুটবলের ম্যাচ স্থগিত

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫ ১১:৪৭

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকালে ইন্তেকাল করেন। তার প্রয়াণে ক্রীড়াঙ্গনে চলছে গভীর শোক।

বিসিবি ও বাফুফেসহ প্রায় সব ফেডারেশন শোক জানিয়েছে। এরই মধ্যে আজকের দিনের বিপিএলের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) ফেডারেশন কাপের ম্যাচ ছিল। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আজ ফেডারেশন কাপের দুই ম্যাচ স্থগিত রেখেছে বাফুফে। আজ নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়নশীপের ফাইনালের সূচি ছিল। সেই ফাইনালও আজ হবে না। বাফুফে পরবর্তীতে এই খেলাগুলোতে সূচি প্রকাশ করবে।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত ক্রীড়ানুরাগী ছিলেন। সাবেক ক্রীড়াবিদ, সংগঠক ও বিভিন্ন ক্রীড়া সংস্থা খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক জানিয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]