46263

12/27/2025 গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসীদের ঢল, পাঁচ দিনে উদ্ধার ৮৪০

গ্রিসের ক্রিট দ্বীপে অভিবাসীদের ঢল, পাঁচ দিনে উদ্ধার ৮৪০

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২

ক্রিট দ্বীপের উপকূল থেকে ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী। শনিবার ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকা থেকে ওই অভিবাসীদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এর মধ্য দিয়ে গত পাঁচ দিনে ওই এলাকায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া অভিবাসীদের সংখ্যা বেড়ে ৮৪০ জনে পৌঁছেছে।

রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ওই অভিবাসীদের উদ্ধারের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শনিবার গ্রিসের উপকূলরক্ষী বাহিনী ক্রিট দ্বীপ লাগোয়া উপকূল থেকে নতুন করে আরও ১৩১ জন অভিবাসীকে উদ্ধার করেছে। এ নিয়ে এক সপ্তাহে ক্রিট দ্বীপের আশপাশের এলাকা থেকে মোট ৮৪০ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।

গ্রিসের পুলিশ বলেছে, শনিবার সকালের দিকে উদ্ধার হওয়া অভিবাসীরা ক্রিট দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকায় ছিলেন। ক্রিটের দক্ষিণের ছোট দ্বীপ গাভদোস থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে ওই নৌকাটি অবস্থান করছিল।

তবে উদ্ধারকৃত অভিবাসীরা কোন দেশের নাগরিক, সেই তথ্য প্রকাশ করেনি গ্রিস কর্তৃপক্ষ। উদ্ধারের পর ওই অভিবাসীদের গাভদোস দ্বীপে নেওয়া হয়েছে।

উত্তর আফ্রিকার দেশ লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে ক্রিটে পৌঁছাতে গিয়ে প্রায়ই অনেক মানুষ সমুদ্রে ডুবে মারা যান।

ডিসেম্বরের শুরুর দিকে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবির ঘটনায় অন্তত ১৭ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়। এই অভিবাসীদের বেশির ভাগই ছিলেন সুদান এবং মিসরের নাগরিক। এই দুর্ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে মাত্র দু’জনকে জীবিত উদ্ধার করে গ্রিসের উপকূলরক্ষী বাহিনী।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইউরোপে পৌঁছানোর চেষ্টাকারী ১৬ হাজার ৭৭০ জনের বেশি মানুষ ক্রিট উপকূলে পৌঁছেছেন; যা দেশটির অন্য যেকোনও দ্বীপের তুলনায় বেশি।

গত জুলাইয়ে দেশটির রক্ষণশীল সরকার তিন মাসের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করে। বিশেষ করে লিবিয়া থেকে আগত অভিবাসীদের আবেদন স্থায়ীভাবে স্থগিত করা হয়। অভিবাসীর সংখ্যা বাড়তে থাকায় এই পদক্ষেপকে অত্যন্ত প্রয়োজনীয় বলে জানিয়েছে দেশটির সরকার।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]