১৭ বছর পর আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যাবেন।
এদিন, সকালের আলো ফোটার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতা কর্মীরা যেমন পূর্বাচলের ৩০০ ফিট এলাকা জড়ো হয়েছেন, তেমনি এভারকেয়ার হাসপাতালের সামনেও অনেক নেতা কর্মীমে এসে ভিড় করছেন।
হাসপাতালের সামনে জড়ো হওয়া বিএনপির নেতা কর্মীরা বলছেন, এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আছেন।
অন্যদিকে, তারেক রহমানও আসছেন মাকে দেখতে। সেই মাহেন্দ্রক্ষণের স্বাক্ষী হতে চান তারা। মা-ছেলের সাক্ষাতের আবেগঘন মুহূর্ত সরাসরি না দেখতে না পারলেও বাহিরে থেকে তারা সেটি অনুভব করতে চান।
সরেজমিনে দেখা গেছে, নেতা-কর্মীরা বিভিন্ন ধরনের প্লাকার্ড, ব্যানারসহ ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে আছেন। তারা তারেক রহমান ও খালেদা জিয়াকে নিয়ে নানা স্লোগান দিচ্ছেন।
এভারকেয়ারের সামনে কথা হয় বিএনপির এক কর্মীর সঙ্গে। তিনি বলেন, আমাদের মা খালেদা এখানে আছেন। আমাদের নেতা মাকে দেখতে আসবেন। আমাদের নেতাকে এক নজর দেখতে পাব। মা-ছেলের সাক্ষাৎ হবে। এটার স্বাক্ষী হতে এখানে এসেছি।
ঢাকা মহানগর বিএনপির কর্মী মোহাম্মদ সাদিক জানান, আমাদের বেশিরভাগ নেতাকর্মী পূর্বাচলে গণসংবর্ধনায় আছে। এখানেও অনেকে সকাল থেকে আসা শুরু করেছেন। আমাদের নেতা দেশে এসেছে। তাকে বরণ করার জন্য বিএনপির নেতা কর্মীরা যে যেখানে পারছে সেখান থেকে স্বাগত জানাতে প্রস্তুত।
কিশোরগঞ্জ থেকে আসা বিএনপি কর্মী আব্তুল হান্নান বলেন, ছেলে মাকে দেখতে হাসপাতালে আসবে, সেজন্য এখানে আসছি। অপেক্ষা করছি, আমাদের নেতা আসবে। বিএনপির নেতা কর্মীদের আজ ঈদের দিন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তখন থেকে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় আছেন।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকায় পা রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও দেশে এসেছেন।
এদিন, সকাল ৯ টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে বেলা ১১টা ১১ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে।