46178

12/24/2025 নগদের ৫ লাখ আত্মসাতের অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ

নগদের ৫ লাখ আত্মসাতের অভিযোগে মামলা, তদন্তের নির্দেশ

চট্টগ্রাম থেকে

২৩ ডিসেম্বর ২০২৫ ২১:১৭

চাকরিতে থেকে কৌশলে প্রতিষ্ঠানের প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রামের বাঁশখালীর এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত কর্মচারী ও তার জামিনদার বড় ভাইয়ের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল হামিদের আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) আদালত মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমরান উদ্দীন চৌধুরী (৩১) ‘মা-এন্টারপ্রাইজনামক একটি নগদ ডিস্ট্রিবিউশন হাউজে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার বড় ভাই আবদুল আল নোমান চৌধুরী (৪০) এই চাকরির বিপরীতে প্রতিষ্ঠানের কাছে অঙ্গীকারনামা ও জিম্মাদার হিসেবে স্বাক্ষর করেছিলেন। ইমরান মূলত সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এলাকায় প্রতিষ্ঠানের খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছ থেকে টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন।

গত ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ হিসাব পরীক্ষা করার সময় দেখা যায় যে, মাঠ থেকে সংগৃহীত ৪ লাখ ৯৫ হাজার ৫০০ টাকা অফিসে জমা না দিয়ে ইমরান আত্মসাৎ করেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন বলে জানান মামলার বাদী মো. ওবাইদুল হক।

বাদী তার অভিযোগে জানান, গত ২০ ডিসেম্বর আসামিদের বাড়িতে গিয়ে পাওনা টাকা দাবি করলে তারা টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং উল্টো একে অপরকে দোষারোপ করতে থাকেন।

এ বিষয়ে মামলার বাদীর আইনজীবী অ্যাডভোকেট এ আর এম তাকছিমুল গনি (ইমন) জানান, প্রায় ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য গোয়েন্দা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]