46064

12/19/2025 সাড়ে ৮ কোটিতে দল পেয়েও আইপিএলে খেলতে চান না ইংলিস, মালিক বললেন অপেশাদার

সাড়ে ৮ কোটিতে দল পেয়েও আইপিএলে খেলতে চান না ইংলিস, মালিক বললেন অপেশাদার

খেলা ডেস্ক

১৮ ডিসেম্বর ২০২৫ ২২:২২

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলাম থেকে জশ ইংলিসকে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। চড়া দামে এই উইকেটকিপার ব্যাটারকে দলে ভেড়ালেও পুরো মৌসুমের জন্য তাকে পাচ্ছে না দল। আসর শুরুর আগেই এমন খবর দলটির জন্য বেশ হতাশার।

মূলত বিয়ে করার জন্য আইপিএলের এবারের আসরের সবগুলো ম্যাচ খেলতে পারবেন না ইংলিস। আসরের বেশির ভাগ সময়টাই মিস করবেন তিনি। মাত্র ৩ ম্যাচে এই অজি উইকেটকিপার ব্যাটারের সার্ভিস পাবে লক্ষ্ণৌ।

গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত মিনি নিলাম থেকে ৮ কোটি ৬০ লাখ রুপিতে ইংলিসকে দলে ভেড়ায় লক্ষ্ণৌ। আগে থেকেই দলটির পরিকল্পনায় ছিলেন তিনি। অবশ্য তখন পুরো আসর খেলার কথা জানিয়েছিলেন তিনি। শেষ মুহূর্তে এসে বিয়ের খবর দেন তিনি।

অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবিসিকে ইংলিস বলেছেন, 'এ মৌসুমে পুরো সময় আমি খেলতে পারব না। এপ্রিলের শুরুর দিকে আমি বিয়ে করবো। এ জন্য সত্যি বলতে আমি যেতে চাচ্ছি না। তো আমি যখন দেখলাম প্রথমবার অবিক্রিত, তখন আমি ভাবলাম ঠিক আছে, আমি এখন ঘুমাতে যায় এবং আগামীকালের (অ্যাশেজ) জন্য প্রস্তুত হই। কিন্তু ঘুম থেকে উঠে এই খবর (দল পাওয়ার) পেলাম। সকালে উঠে ম্যাসেজ দেখার আগে আমি কিছু জানতাম না।'

পরিকল্পনা পরিবর্তন করায় ইংলিসের ওপর কিছুটা বিরক্ত লক্ষ্ণৌয়ের সহ-প্রতিষ্ঠাতা নেস ভাদিয়া। এই অজি ক্রিকেটারের এমন আচরণকে অপেশাদার বলেছেন তিনি। ভাদিয়া বলেন, 'সে আমাদের আগেই জানিয়ে দিতে পারত। আমি মনে করি না যে, এটা খুব একটা পেশাদার আচরণ, যখন কেউ ডেডলাইন সম্পর্কে জানে। আপনি কাউকে ৪৫ মিনিট আগে জানাতে পারেন না যে, 'আমি আসতে পারব না।'

তবে ইংলিসের জন্য শুভকামনা জানিয়েছেন ভাদিয়া, 'কিন্তু আমি তার জন্য শুভকামনা জানাই। সে একজন ভালো ক্রিকেটার এবং আমি নিশ্চিত যে সে অস্ট্রেলিয়ার হয়ে ভালো করবে। দেখা যাক সে আইপিএলে খেলে কি না। আমি তাকে শুভকামনা জানাই কারণ সে একজন ভালো মানুষ তবে সে যে ধরনের আচরণ করেছে তা পেশাদার নয়।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]