45911

12/14/2025 ৩ শতাধিক পর্যটকসহ সাগরে আটকে ছিল সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ

৩ শতাধিক পর্যটকসহ সাগরে আটকে ছিল সেন্ট মার্টিন থেকে কক্সবাজারগামী জাহাজ

কক্সবাজার থেকে

১৩ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৬

প্রবালদ্বীপ সেন্ট মার্টিন থেকে কক্সবাজার ফিরে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে মাঝ সাগরে তিন শতাধিক পর্যটক নিয়ে কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামে একটি জাহাজ আটকে পড়েছিল। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে টেকনাফের বাহারছড়া সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সেটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়।

সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইঞ্জিনে সমস্যা দেখা যাওয়ায় জাহাজটি আটকা পড়েছিল। এখন সেটি কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছে আমি জাহাজের মাস্টারের সঙ্গে কথা বলেছি।

গত ১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী যা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]