45174

11/20/2025 দেশজুড়ে বাড়বে শীতের আমেজ, রাতের তাপমাত্রা কমতে পারে ১–২ ডিগ্রি

দেশজুড়ে বাড়বে শীতের আমেজ, রাতের তাপমাত্রা কমতে পারে ১–২ ডিগ্রি

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৬

দেশজুড়ে শীতের আমেজ আরও বাড়তে চলেছে। আগামী ৫ দিন সারাদেশেই আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় বিশেষ করে আগামীকাল থেকেই রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে। একইসঙ্গে বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার মধ্যেই এ তাপমাত্রা কমার পূর্বাভাস এসেছে।

বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমনই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যার বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এ ছাড়া ২২ নভেম্বরের দিকে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ঘণীভূতও হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন থেকেই সারাদেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবারের (২০ নভেম্বর) পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। এ সময় রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য হ্রাসের সম্ভাবনা রয়েছে।

তৃতীয় ও চতুর্থ দিনও একই ধরনের শুষ্ক আবহাওয়া বিরাজ করবে, তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিনে রাতদিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার সম্ভাবনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]