45130

11/19/2025 স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

স্থগিত হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ

খেলা ডেস্ক

১৮ নভেম্বর ২০২৫ ১৩:৫১

তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে আগামী ডিসেম্বরের মাঝামাঝি ভারত সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ নারী দলের। তবে ভারতীয় সরকারের অনুমোদন না পাওয়ায় সিরিজটি নিয়ে এখনো শঙ্কা রয়েছে।

বিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন, ভারত সরকারের অনুমোদন মেলেনি এখনো। যে কারণে সিরিজ মাঠে গড়ানো শঙ্কার মধ্যে রয়েছে। গত বছর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। এর আগে ২০২৩ সালে মিরপুরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলেছিল ভারতীয় নারীরা।

এদিকে ভারতীয় গণমাধ্যমকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) একজন কর্মকর্তা বলেন, ‘সিরিজটির জন্য এখনো সরকারি অনুমোদন মেলেনি।’ জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের অনুমোদন যদি না মেলে তাহলে বিকল্প আরেকটি সিরিজ আয়োজন করতে চায় ভারত।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]