45065

11/16/2025 অগ্নিসংযোগে জড়িত সন্দেহে আ.লীগ নেতার ছেলেকে খুঁটিতে বেঁধে পিটুনি

অগ্নিসংযোগে জড়িত সন্দেহে আ.লীগ নেতার ছেলেকে খুঁটিতে বেঁধে পিটুনি

নাটোর থেকে

১৬ নভেম্বর ২০২৫ ১৯:০২

নাটোর সদর উপজেলার চৌগাছি মধ্যপাড়া গ্রামে খড় ও পাটকাঠির পালায় ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতার ছেলেকে আটক করে খুঁটিতে বেঁধে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

রোববার (১৬ নভেম্বর) ভোরে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তিনি স্থানীয় ইটভাটা ব্যবসায়ী ও আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি আব্দুল খালেকের ছেলে।

গ্রামবাসী ও পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচির রাত থেকে গত কয়েক দিনে গ্রামের অন্তত ৭টি স্থানে খড় ও পাটকাঠির পালায় আগুন দেওয়া হয়েছে। প্রতিটি ঘটনাই ঘটেছে গভীর রাতে এবং নির্জন স্থানে। তাই এসব ঘটনার সঙ্গে জড়িত কাউকে এতদিন শনাক্ত করা সম্ভব হয়নি। এ অবস্থায় আতঙ্ক ছড়িয়ে পড়লে শনিবার থেকে গ্রামবাসী নিজেরাই পাহারার বন্দোবস্ত করে।

ভোরে পাহারায় থাকা কিছু যুবক মোটরসাইকেল নিয়ে নাজমুলকে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করেন। তারা নাজমুলকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে খবর পেয়ে পুলিশ নাজমুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে অগ্নিসংযোগের এসব অভিযোগ অস্বীকার করেছেন নাজমুলতাকে বেঁধে রাখা অবস্থায় নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, সকালে ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলাম। আমি আগুন ধরানোর সঙ্গে জড়িত নই, আমি নির্দোষ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, কয়েক দিন ধরে গ্রামে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নাজমুলকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]