44914

11/11/2025 দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, যানবাহনে আগুন

দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, যানবাহনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২৫ ২০:৪০

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার পাশের ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যার দিকের এই বিস্ফোরণে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আশপাশে থাকা আরও কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

দিল্লি পুলিশ বলেছে, ঐতিহাসিক লাল কেল্লার কাছে অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন। বিস্ফোরণের পর আশপাশে থাকা তিন থেকে চারটি গাড়িতেও আগুন ধরে যায়।

বিস্ফোরণস্থলের ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর সেখানে ব্যাপক সংখ্যক মানুষ ভিড় করেছেন এবং একাধিক গাড়ি আগুনে পুড়ছে। অন্য এক ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণে একটি গাড়ির দরজা উড়ে গেছে। এছাড়া অপর একটি গাড়ি একেবারে ধ্বংস এবং আরেকটি গাড়ির উইন্ডস্ক্রিন ভেঙে গেছে। বিস্ফোরণে আহত কয়েকজনকে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে।

নয়াদিল্লির ফায়ার সার্ভিস বলেছে, লাল কেল্লা মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়ার পর অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের অন্তত ২০টি ইউনিট কাজ করছে। পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং স্বাভাবিক যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিস্ফোরণের ধরন সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের ফরেনসিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ শুরু করেছে।

ভারতের রাজধানী নয়াদিল্লির ঐহিতাসিক লাল কেল্লা ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। একই সঙ্গে এই স্থাপনা দিল্লির অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রও।

সূত্র: এনডিটিভি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]