44912

11/10/2025 ডাস্টার ছুড়ে ছাত্রের মাথা ফাটানো সেই শিক্ষককে চূড়ান্তভাবে অব্যাহতি

ডাস্টার ছুড়ে ছাত্রের মাথা ফাটানো সেই শিক্ষককে চূড়ান্তভাবে অব্যাহতি

শিক্ষা ডেস্ক

১০ নভেম্বর ২০২৫ ১৯:১৫

রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে শিক্ষকের ছোড়া ডাস্টারের আঘাতে একাদশ শ্রেণির শিক্ষার্থী রাফিউর রহমান আহাদ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) সকালে। আহত অবস্থায় আহাদকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর সহপাঠীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে নামলে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. ফরিদুর রহমানের সই করা এক চিঠিতে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ৯ নভেম্বর শ্রেণিকক্ষে পাঠদানের সময় শিক্ষার্থীকে ডাস্টার দিয়ে আঘাত করার মাধ্যমে আপনি পেশাগত অসদাচরণ ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আপনার নিয়োগপত্রের ১, ৭ ও ৯ নম্বর শর্ত অনুযায়ী আপনাকে চাকরি থেকে চূড়ান্ত অব্যাহতি দেওয়া হলো।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের প্রভাষক (চিঠিতে রেখা খণ্ডকালীন) ছিলেন।

বিষয়টি নিয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির বলেন, শিক্ষার্থীদের ওপর শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষককে বরখাস্ত করা সঠিক পদক্ষেপ। প্রয়োজনে বোর্ড থেকেও ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাটির পর থেকে উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার সকাল থেকে ‘উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ রিফর্ম ইউনিট’ ব্যানারে শিক্ষার্থীরা বিক্ষোভ করে প্রশাসনের দুর্বলতা ও নানা অনিয়মের প্রতিবাদ জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, একসময় সুনামের জন্য পরিচিত এই প্রতিষ্ঠানটি এখন অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের কারণে মান হারাচ্ছে। টিউশন ফি বাড়লেও শিক্ষার মানের উন্নতি হয়নি, ল্যাবরেটরির সরঞ্জাম ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে, ক্যান্টিনের খাবারের মান নিন্মমানের এবং বিশুদ্ধ পানির সরবরাহও অপর্যাপ্ত।

তারা আরও অভিযোগ করে, কয়েকজন অদক্ষ শিক্ষক ও প্রশাসনিক অনিয়মের কারণে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তবে সবশেষ আজ বিকেলে আগামী সাত দিনের মধ্যে সব যৌক্তিক দাবি আমলে নিয়ে বাস্তবায়ন করা হবে কলেজ প্রশাসনের এমন আশ্বাসে আন্দোলন থেকে সরে আসার কথা জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]