44911

11/10/2025 চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৩

চৌদ্দগ্রামে সিএনজি অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ৩

কুমিল্লা থেকে

১০ নভেম্বর ২০২৫ ১৮:৫৬

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজীবাড়ী ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের মহেশ্বর গ্রামের আবুল বাশার এবং তার স্ত্রী মোরশেদা বেগম। দুর্ঘটনায় নিহত অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দিন আহাম্মেদ ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনকে শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, চৌদ্দগ্রামমুখী একটি ট্রাকের সঙ্গে নাঙ্গলকোটগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারীসহ ৩ জন নিহত হন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী। এসময় আরও ৫ জন আহত হন

আহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের গান্দাচী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহমান (২৭), একই উপজেলার আগুনশাইন গ্রামের আবুল কাশেমের ছেলে রাজমিস্ত্রী কবির হোসেন (৪০), শ্যামপুর গ্রামের আলী হোসেনের ছেলে অটোচালক মাহবুবুল হক এবং মাহিনী গ্রামের আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)।

তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে আব্দুর রহমান, আনোয়ারা বেগমসহ অজ্ঞাত আরও একজনকে আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]