44782

11/05/2025 পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিও শিক্ষকরা

পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়লেন নন-এমপিও শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর ২০২৫ ১৬:৩০

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনা অভিমুখে যাওয়ার সময় পুলিশি বাধায় সড়ক অবরোধ করে বসে পড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। পুলিশ তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ নামক সংগঠনের ব্যানারে শিক্ষকরা রাস্তা বন্ধ করেন।

এ সময় এমপিওভুক্ত করার দাবিতে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। স্লোগানগুলো হলো এক দফ এক দাবি, এমপিওভুক্ত করতে হবে, এমপিওভুক্ত না করলে, ঘরে ফিরে যাব না।

আন্দোলনরত শিক্ষকরা জানান, দাবি আদায় না হলে তারা রাস্তা থেকে সরবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, সমস্যা সমাধানে আলোচনার জন্য শিক্ষকদের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]