44661

10/30/2025 ট্রাম্প-জিনপিং বৈঠকে খনিজ চুক্তি, চীনা পণ্যে মার্কিন শুল্ক কমলো ১০%

ট্রাম্প-জিনপিং বৈঠকে খনিজ চুক্তি, চীনা পণ্যে মার্কিন শুল্ক কমলো ১০%

আন্তর্জাতিক ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫ ১১:৫৭

দুর্লভ খনিজে নতুন এক বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন। ছয় বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকে বসার পর এই চুক্তিতে পৌঁছায় দেশ দুটি।

এছাড়া চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে উভয় নেতার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিন বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের চুক্তিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে সরাসরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মূলত গত ছয় বছরে এটিই ছিল তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই সমঝোতা পথে হাঁটল দেশ দুটি।

ট্রাম্প আরও বলেন, চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্কও ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “সব দুর্লভ খনিজের বিষয়টি এখন মীমাংসিত এবং এটি পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ”। তিনি জানান, এই চুক্তি এক বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রতিবছর তা পুনর্বিবেচনা করা হবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]