44521

10/26/2025 জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক

জয়হীন বিশ্বকাপ শেষে আইসিসির ওপর ক্ষোভ ঝাড়লেন পাকিস্তান অধিনায়ক

খেলা ডেস্ক

২৫ অক্টোবর ২০২৫ ১৬:২১

নারী ওয়ানডে বিশ্বকাপে কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তানের মেয়েরা। অবশ্য ৭ ম্যাচে তারা হেরেছে ৪টি, আর বাকি তিনটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ফলে এই সময়ে বিশ্বকাপ আয়োজন করায় আইসিসির সমালোচনা করেছেন পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা।

চলমান নারী বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শুধুমাত্র কলম্বোতেই ফলাফল আসেনি পাঁচটি ম্যাচে। তার মধ্যে রয়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার তিনটি করে ম্যাচ। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরে এতগুলো ম্যাচ বৃষ্টির জন্য খেলতে না পারায় বিরক্ত ফতিমা।

গতকাল শুক্রবার নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। এই ম্যাচও বৃষ্টির পেটে গেছে। ফতিমা বলেছেন, 'আমার শুধু একটা কথাই মনে হচ্ছে। এবার আবহাওয়া আমাদের পক্ষে ছিল না। আমার মনে হয়, আইসিসির উচিত বিশ্বকাপের জন্য অন্তত তিনটি ভালো মাঠের ব্যবস্থা করা। একটা বিশ্বকাপ খেলার জন্য আমরা চার বছর অপেক্ষা করি।'

দলের পারফরম্যান্স নিয়েও হতাশ পাকিস্তান অধিনায়ক। ফতিমা বলেছেন, 'আমাদের দলের বোলিং এবং ফিল্ডিং যথেষ্ট ভালো। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। দুটো ম্যাচে অবশ্য আমাদের ব্যাটিংও ভালো হয়েছে। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে আমরা ভালো লড়াই করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে জিততে পারিনি।'

তিনি আরও বলেছেন, 'পাকিস্তানের সবচেয়ে কমবয়সি অধিনায়ক হিসেবে এই প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখতে পেরেছি। বিশ্বকাপের আগে খুব বেশি ক্রিকেট খেলার সুযোগ হয়নি আমাদের। আরও বেশি ম্যাচ খেলা দরকার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এখন থেকেই আমাদের প্রস্তুতি শুরু করা দরকার।'

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]