43911

10/26/2025 দুর্গাপূজার মতো নির্বাচনও হবে উৎসবমুখর পরিবেশে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

দুর্গাপূজার মতো নির্বাচনও হবে উৎসবমুখর পরিবেশে : মুক্তিযুদ্ধ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪৫

শারদীয় দুর্গাপূজার মতো উৎসবমুখর পরিবেশে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দুর্গোৎসবের মতো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও উৎসবমুখর পরিবেশে করার আশা প্রকাশ করে ফারুক-ই-আজম বলেন, আমাদের সামনে এগিয়ে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। আমরা আর পশ্চাতে যেতে পারব না। আমাদের শিক্ষা, স্বাস্থ্য ও সামগ্রিক অর্থনীতিকে যাতে সমৃদ্ধির দিকে নিতে পারি সেটার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা নিয়োজিত আছি। আজকের এই পূজার মতো উৎসবমুখর পরিবেশে আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। যার যা দায়িত্ব তা আমরা পালন করব। সার্বিক দায়িত্ব ভোটে অংশগ্রহণ করা। যা এই সময়ের একটি অনিবার্য প্রেক্ষিত। আমরা ঐক্যবদ্ধভাবে সেই দিকে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, বাঙালির জাতীয় চেতনার মধ্যে দুর্গোৎসব অনাদিকাল থেকে জীবনের অংশ। এটার সার্বিক একটা রূপ আছে। যেমন ধর্মীয় আছে, তেমনি নানা ধর্মের মানুষ উৎসব আয়োজনে সামিল হয়। এবারের আয়োজনকে সাবলীল করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে।

সকাল থেকে আমি কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছি। কাঠগড়ে একটি মণ্ডপে গিয়েছি। পরিসর সংকীর্ণ হলেও তাদের হৃদয় প্রসারিত এবং আনন্দের উচ্ছ্বাসও উপলব্ধি করা গেছে। আগ্রাবাদে একটি মণ্ডপে গিয়েছি। একতা গোষ্ঠী, তারা সম্প্রীতির এক অনন্য প্রদর্শনী আয়োজন করেছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]