43907

10/23/2025 জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুরে

জুবিনের মৃত্যু তদন্তে বিশেষ টিম যাচ্ছে সিঙ্গাপুরে

বিনোদন ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৫

ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। তার অকাল প্রয়াণ হলেও, সেই মৃত্যুকে ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন। আর এবার সেই রহস্যের জট খুলতে আরও এক ধাপ এগোল তদন্ত।

গায়কের মৃত্যু তদন্তে এবার সিঙ্গাপুরে যাচ্ছে আসাম পুলিশের বিশেষ তদন্তকারী দল। আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

আসামের ডিজিপি এমপি গুপ্তার নেতৃত্বে গঠন করা হয়েছে ১০ সদস্যের একটি টিম। ভারতীয় গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর সরকারের সঙ্গে নিবিড় সহযোগিতার ভিত্তিতে এই বিশেষ টিম তদন্তের কাজ চালাবে।

জুবিন গর্গের মৃত্যুর সময় তিনি একটি গানের অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুরে ছিলেন। ঘটনার দিন বিকালেই তার শো ছিল। কিন্তু তার আগেই স্কুবা ডাইভিং করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। তবে এই মৃত্যুর পেছনে কোনো গাফিলতি বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই অসম সরকার বদ্ধপরিকর।

মুখ্যমন্ত্রী আরও কড়া অবস্থান নিয়ে বলেছেন, সিঙ্গাপুরের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শ্যামকানু মহন্তকে আগামী দু'দিনের মধ্যেই হেফাজতে নেওয়া হবে। এছাড়াও, জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মাকেও দ্রুত আটক করা হবে, যদি না তিনি আত্মসমর্পণ করেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]