43899

10/23/2025 খাগড়াছড়ি-গুইমারায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি-গুইমারায় সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

খাগড়াছড়ি থেকে

৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৩

খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত গুইমারার রামসু বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম।

পরিদর্শন শেষে ডিসি বলেন, এখানে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। রাষ্ট্র ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে। আহত ও নিহত সবাইকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

তিনি আরও বলেন, আন্দোলনকারীদের ৮ দফা দাবির মধ্যে ইতোমধ্যে ৭টি দাবি চিহ্নিত করে কাজ শুরু হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে এবং তাদের চিকিৎসা কার্যক্রম জেলা প্রশাসনের পর্যবেক্ষণে চলছে। নিরাপত্তা বাহিনী সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান সেফালিকা ত্রিপুরা ও পুলিশ সুপার আরেফিন জুয়েল জেলা প্রশাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]