43822

10/23/2025 মর্মাহত বিজয়, সরকারের কাছে বিশেষ অনুরোধ কমল-রজনীকান্তের

মর্মাহত বিজয়, সরকারের কাছে বিশেষ অনুরোধ কমল-রজনীকান্তের

বিনোদন ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১২

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের একটি জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) মর্মান্তিক এ ঘটনা ঘটে। ভিড়ের চাপ এবং অব্যবস্থাপনার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তামিলনাড়ুর কারুর শহরে বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) জনসভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক অনুমতি ছিল ৩০ হাজার মানুষের সমাবেশের, কিন্তু সেখানে প্রায় ৬০ হাজার মানুষ জড়ো হয়েছিল বলে জানা গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, সন্ধ্যার দিকে জনসভা শুরুর কথা থাকলেও বিজয় প্রায় ছয় ঘণ্টা দেরিতে পৌঁছালে ভিড় আরও লাগামছাড়া হয়ে যায়। এর ফলে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত গরমে শিশুসহ অনেকেই অসুস্থ হয়ে পড়ে। ভারতীয় গণমাধ্যমের সর্বশেষ তথ্যমতে ৩৯ জন নিহতের খবর পাওয়া গেছে।

দুর্ঘটনার পর পরই বিজয় জনসভাস্থল ত্যাগ করে চেন্নাই বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পরে সামাজিক মাধ্যমে তিনি শোক প্রকাশ করেন। পোস্টে তিনি লেখেন, ‘এই পদদলিতের ঘটনায় আমি মর্মাহত। এই দুর্ঘটনায় আমি এতটাই শোকস্তব্ধ যে ভাষায় প্রকাশ করতে পারছি না। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা ও সহানুভূতি জানাই। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

এদিকে এই ঘটনার প্রতিক্রিয়া দিয়ে দক্ষিণী অভিনেতা রজনীকান্ত লেখেন, ‘এত গুলো নিষ্পাপ মানুষের প্রাণনাশের ঘটনায় আমার মনে গভীর বিষাদের তৈরি করেছে। যারা নিজের প্রিয়জনকে হারিয়েছেন আমি সেইসব পরিবারের প্রতি সমব্যথী।’ৎ

অভিনেতা কমল হাসান সরাসরি তামিলনাড়ু সরকারের কাছে অনুরোধ জানান। এক্স হ্যান্ডলে লেখেন, ‘এই ঘটনা ভেতর থেকে নাড়া দিয়ে গেছে আমাকে। ওখানে দমবদ্ধ হয়ে যারা প্রাণ হারিয়েছেন সেই সব পরিবারের প্রতি আমার সমবেদনা। আমি তামিলনাড়ু সরকারের কাছে অনুরোধ করব, সবাইকে উদ্ধার করে যত দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন।’

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]