43820

10/26/2025 গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায় মাস্টারপ্ল্যান হচ্ছে

গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীনের সহযোগিতায় মাস্টারপ্ল্যান হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৬

গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে চীন সরকারের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

এসময় উপদেষ্টা বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার। সরকার গঙ্গা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। চীন সরকারের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান করা হচ্ছে।

গঙ্গা ব্যারেজ বাস্তবায়নে চীন সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া উভয়েই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে আলোচনা করেন।

এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোকাব্বির হোসেন ও চীনা দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর শং ইয়াং উপস্থিত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]