43803

10/23/2025 ‘আলিয়ার চেয়ে অনেক বড়মাপের অভিনেত্রী আমার বউ’

‘আলিয়ার চেয়ে অনেক বড়মাপের অভিনেত্রী আমার বউ’

বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১৯

বলিউড পরিচালক মহেশ ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, তার স্ত্রী সোনি রাজদান তার মেয়ে আলিয়া ভাটের চেয়েও অনেক বেশি প্রতিভাবান এবং বড় মাপের অভিনেত্রী। 'সড়ক' ও 'সারাংশ'-এর মতো ছবির স্রষ্টা মহেশ ভাট মনে করেন, সোনির অভিনয় দক্ষতা অনবদ্য হলেও তিনি নিজে পরিচালক হয়েও স্ত্রীকে তার যোগ্য চরিত্র দিতে পারেননি।

সাক্ষাৎকারে তার স্ত্রী সোনি রাজদানের প্রতিভাকে অকপটে স্বীকার করেছেন। যখন তাকে আলিয়া ভাটের মা হিসেবেই সোনি রাজদানকে পরিচিত করার বিষয়টি মনে করিয়ে দেওয়া হয়, তখনই মহেশ তার মনের কথা তুলে ধরেন।

মহেশ ভাট বলেন, ‘আলিয়ার চেয়ে অনেক বড়মাপের অভিনেত্রী আমার বউ। কেন এমন বলছি? অভিনেত্রী হিসাবে সে এতটাই বিকশিত হয়েছে যে তার জীবনসঙ্গী হিসাবেও আমি তাকে পর্যাপ্ত চরিত্র দিতে পারিনি। কারণ তার অভিব্যক্তির স্টাইল এবং সূক্ষ্মতা এমন নয় যা আমরা মূলধারার ছবিতে সাধারণত দেখি।’

পরিচালক মহেশ ভাট এও মনে করেন, বিনোদন জগতে সোনি রাজদান একরকম 'আইডেন্টিটি ক্রাইসিসে'র শিকার। একদিকে যেমন তিনি মহেশ ভাটের স্ত্রী, অন্যদিকে তিনি আলিয়া ভাটের মা হিসেবেই বেশি পরিচিত।

অভিনয় জীবনের বর্তমান ব্যস্ততার হিসেবে আলিয়াকে সামনে ওয়াইআরএফের 'আলফা' ছবিতে দেখা যাবে। শিব রাওয়াইল পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন ববি দেওল, যা ২৫ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে। এছাড়াও রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে সঞ্জয় লীলা বনশালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতেও দেখা যাবে এই তারকা অভিনেত্রীকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]