43779

10/23/2025 একাধিক প্রেম করা সালমানের ‘কুমারত্ব’ নিয়ে ভরা মঞ্চে টুইঙ্কলের খোঁচা

একাধিক প্রেম করা সালমানের ‘কুমারত্ব’ নিয়ে ভরা মঞ্চে টুইঙ্কলের খোঁচা

বিনোদন ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩০

সম্প্রতি টুইঙ্কল খান্না ও কাজলের সঞ্চালনায় টকশো টু মাচ–এ অংশ নেন বলিউডের সালমান খান। এ সময় সালমানের সঙ্গে ছিলেন আমির খানও। হাস্যরসাত্মক এই পর্বে একে অপরকে নিয়ে মজার ছলে নানা মন্তব্য করেন তারা। অনুষ্ঠানে টুইঙ্কল সালমানকে ‘চিরকুমার’ বলে পরিচয় করিয়ে দেন এবং তার বহুবারের প্রেমের গুঞ্জনের মধ্যেও ‘ভার্জিন’ থাকার দাবির প্রসঙ্গ তোলেন।

আলোচনার একপর্যায়ে টুইঙ্কল বলেন, ‘সালমান ও আমিরের মধ্যে পদবিই শুধু মিল আছে, বাকিটা একেবারেই আলাদা।’ খানিকটা খোঁচা দিয়ে বললেন, ‘ অথচ সালমান নিজেকে এখনও ভার্জিন বলেন।’ উত্তরে সালমানও হাসতে হাসতে সেই দাবি মেনে নেন। পাশাপাশিএই ভরা মঞ্চে আমিরের একাধিক বিয়ে নিয়েও রসিকতা হয়।

টকশোতে ‘ছেলেরা কাঁদে না’ প্রসঙ্গে সালমান বলেন, ‘পরিবারের জন্য কান্না ঠিক আছে, কিন্তু বান্ধবী চলে গেলে একটু বেশি কাঁদতে হয়।’ তখন টুইঙ্কল মজার ছলে বলেন, ‘এই বয়সে প্রেমিকার জন্য কে কাঁদে?’ সালমান জবাব দেন, ‘এখনকার তরুণ সমাজ তো একটার পর আরেকটা...’

এর আগে ২০১৩ সালে একটি জনপ্রিয় টকশোতেও সালমান নিজেকে ‘ভার্জিন’ বলে দাবি করেছিলেন এবং বলেছিলেন, ‘আমি যাকে বিয়ে করব, তার জন্যই নিজেকে বাঁচিয়ে রেখেছি।’ নতুন শোতেও সেই প্রসঙ্গ নিয়ে হাসি-ঠাট্টা জমে ওঠে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]