43622

10/23/2025 স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় খেতে দেয়নি কুমার শানু, রান্নাঘরে দিতো তালা

স্ত্রীকে অন্তঃসত্ত্বা অবস্থায় খেতে দেয়নি কুমার শানু, রান্নাঘরে দিতো তালা

বিনোদন ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪৩

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে রীতা জানান, তৃতীয় সন্তান ধারণের সময় তাকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি, এমনকি রান্নাঘরে তালা দিয়ে রাখা হতো।

রীতার অভিযোগ, বিয়ের পর তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে বা সাজগোজ করতে পারতেন না। গর্ভাবস্থায় তার ওপর বেঁধে দেওয়া হয় নানা ধরনের বিধিনিষেধ। অভিযোগ, পরিবারের অনুপস্থিতিতে তিনি চাল কিনে লুকিয়ে রাখতেন এবং আত্মীয়ের রান্নাঘরে গিয়ে রান্না করে খেতেন।

রীতার কথায়, ‘ওরা যখন বাইরে বের হতো, রান্নাঘরে তালা দিয়ে দিতো। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম, তারপরে খেতে পারতাম।’

রীতা বলেন, ‘জান (তৃতীয় সন্তান) যখন আমার গর্ভে, তখন ঠিকমতো খেতে পারিনি, প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম।’

তিনি আরও জানান, সেই সময় কুমার শানুর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং একাধিকবার তাকে আদালতে যেতে বাধ্য করা হয়।

‘আশিকি’ ছবির পরে বিপুল সাফল্য আসে শানুর জীবনে। ছবির গানগুলো সফল হওয়ার পরে পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা।

কুমার শানু ও রীতার বিয়ে হয় ১৯৮৪ সালে। তাদের তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]