43545

10/23/2025 লাদাখে শুটিংয়ে আহত সালমান খান

লাদাখে শুটিংয়ে আহত সালমান খান

বিনোদন ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০০

লাদাখে গিয়ে আহত হলেন ‘বলিউড ভাইজান’ সালমান খান। বর্তমানে ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ছবিতে বেশ কিছু কঠিন লড়াইয়ের দৃশ্যে সালমান নিজেই শুটিং করছেন। তেমনই একটি দৃশ্যের শুটিং চলাকালীন চোট পান সালমান।

লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় শুটিং চলছিল। ৪৫ দিন ধরে এই শুটিং চলার কথা। তার মধ্যে ১৫ দিন সালমানের শুটিং রাখা হয়। বেশ কিছু লড়াইয়ের ও আবেগপ্রবণ দৃশ্যে শুটিং করেছেন ভাইজান। ১০ ডিগ্রির নিচে ছিল এলাকার তাপমাত্রা, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থায় শুটিং করতে গিয়েই আহত হন তিনি। তবে চোট নিয়েই শুটিং শেষ করেন।

লাদাখের শুটিং শেষ হওয়ায় আগামী কয়েক দিন বিরতি নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইয়ে হবে বলে জানা যাচ্ছে। মুম্বাইয়ে সেভাবে লড়াইয়ের দৃশ্য নেই। অপূর্ব লখিয়া পরিচালিত ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।

ছবির ঝলক ইতোমধ্যেই দেখেছে দর্শক। ঝলক দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা। রক্তাক্ত নায়ক! তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমনকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]