42940

09/11/2025 এনবিএফআই-ব্যাংক খাতের দাপটে পুঁজিবাজারে উত্থান

এনবিএফআই-ব্যাংক খাতের দাপটে পুঁজিবাজারে উত্থান

অর্থনৈতিক প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৯

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন এক্সচেঞ্জটির লেনদেনে দরপতনের চেয়ে পাঁচগুণ বেশি সিকিউরিটিজের দর বেড়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), টেলিযোগাযোগ এবং ব্যাংক খাতের শেয়ারগুলো আজকের সূচকের উত্থানে বড় ভূমিকা রেখেছে। তবে ডিএসইর লেনদেন এদিন আরো তলানিতে নেমেছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫১ পয়েন্ট বা প্রায় ১ শতাংশ বেড়ে ৫ হাজার ৫২৪ পয়েন্টে উঠেছে। বুধবার লেনদেন শেষে যা ৫ হাজার ৪৭৩ পয়েন্টে ছিল। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৮ পয়েন্টে উঠেছে। গতকাল যা ১ হাজার ১৮৮ পয়েন্টে ছিল। এ ছাড়া, বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে ২ হাজার ১৫১ পয়েন্টে উঠেছে। বুধবার এই সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৩০ পয়েন্টে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৪০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮২টির। বিপরীতে কমেছে ৫৪টির। আর ৬৫টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট ৭৭৮ কোটি ৩৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ৯৪৯ কোটি ৯৭ লাখ টাকার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল, যা ছিল টানা ৯ কার্যদিবসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ দিনের ব্যবধানে গতকাল এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ১৭১ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২৭ কোটি ৮০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। গতকাল ৪২ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫১৯ পয়েন্টে উঠেছে। আর সিএসসিএএক্স সূচকটি ৫৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৫২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে মোট ১৯৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০১টির দর বেড়েছে। কমেছে ৭৮টির। আর ১৬টির দর দিনশেষে অপরিবর্তিত ছিল। গতকাল এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ৭৬ লাখ টাকা। আগের দিন ২৪ কোটি ৪৬ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]