42929

09/11/2025 ছাড়পত্র পেলেন আরও ৩ জন, চিকিৎসাধীন ১৩ জন

ছাড়পত্র পেলেন আরও ৩ জন, চিকিৎসাধীন ১৩ জন

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৬

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তিন শিক্ষার্থীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ (বৃহস্পতিবার) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। যাদের ছাড়পত্র দেওয়া হয়েছে তারা হলেন— মাইলস্টোন কলেজের শিক্ষার্থী আলভীরা (১০), সামিয়া (১০) ও নুসরাত (১২)।

তিনি জানান, বিমান বিধ্বস্তের পর হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে এখন পর্যন্ত ২৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের হাসপাতালে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই ঘটনায় ৩৬ জনের মৃত্যু হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]