42749

09/10/2025 এইচএস কোড ভিন্ন হলেও শর্তসাপেক্ষে বন্ডেড পণ্য খালাস হবে

এইচএস কোড ভিন্ন হলেও শর্তসাপেক্ষে বন্ডেড পণ্য খালাস হবে

অর্থনৈতিক প্রতিবেদক

৯ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মালামাল খালাস প্রক্রিয়ায় এইচএস কোড অথবা পণ্যের বর্ণনার ভিন্নতায় দীর্ঘসূত্রতা এড়াতে শর্তসাপেক্ষে পণ্য ছাড় করতে নতুন নির্দেশনা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এনবিআর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানিয়েছেন।

এনবিআর জানায়, বন্ড লাইসেন্স বা প্রাপ্যতা শিট অনুযায়ী আমদানি করা পণ্যের ঘোষণায় প্রদত্ত এইচএস কোড বা বর্ণনার সঙ্গে কাস্টমস কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত এইচএস কোড বা বর্ণনা অনেক সময় ভিন্ন হয়। এর ফলে শুল্কায়ন বিলম্বিত হয় ও সময়মতো রপ্তানি আদেশ অনুযায়ী জাহাজীকরণ ব্যাহত হয়।

যদি কাস্টমস কর্তৃপক্ষ নির্ধারিত এইচএস কোডের প্রথম ৪ ডিজিট বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত এইচএস কোডের প্রথম ৪ ডিজিটের সঙ্গে মিলে যায়, তবে অঙ্গীকারনামা দাখিলের শর্তে দ্রুত পণ্যচালান খালাস করা যাবে।

ভিন্ন এইচএস কোড নিরূপিত হলে বন্ড লাইসেন্সধারী প্রতিষ্ঠান কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেমে ওই এইচএস কোডের প্রাপ্যতায় অন্তর্ভুক্ত করে সর্বোচ্চ দুই দিনের মধ্যে পণ্য খালাস করতে পারবে।

এনবিআর মনে করে, এ নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করলে বন্ডেড প্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। পাশাপাশি রপ্তানি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]