42596

09/08/2025 খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা

খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে আকস্মিক বন্যা

জেলা সংবাদদাতা, খাগড়াছড়ি

৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৯

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ি পৌরসভার নিচু এলাকায় আকস্মিকভাবে পানি প্রবেশ করেছে। এতে শহরের নিচের বাজার, মেহেদীবাগসহ আশপাশের শত শত ঘরবাড়ি তলিয়ে গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত থেকে পানছড়ি ও পার্শ্ববর্তী উজান এলাকায় টানা ভারী বর্ষণের পর রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে চেঙ্গি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্রবাহিত হয়েছে। এতে হঠাৎ করেই ব্যাপক বিপাকে পড়েন বাসিন্দারা।

স্থানীয়রা জানান, রাতের বৃষ্টির পর সকালে হঠাৎ পানি বাড়তে শুরু করে। দ্রুত ঘরে পানি ঢুকে আসবাবপত্রসহ গৃহস্থালির জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়। এতে কয়েকশ পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

নিচের বাজার এলাকার জাহিদুল ইসলাম বলেন, রাতে কয়েক ঘণ্টা বৃষ্টি হয়েছিল। সকাল ৯টার দিকে দোকানে এসে দেখি চেঙ্গি নদীর পানি দোকানের দিকে আসছে। ঘণ্টাখানেকের মধ্যেই দোকানে পানি ঢুকে পড়ে।

একই এলাকার বাসিন্দা মো. মোস্তফা কামাল জানান, সকালে হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলে ঘরে পানি প্রবেশ করে। আশপাশে অন্তত তিন-চার ফুট উচ্চতায় পানি বেড়েছে।

মেহেদীবাগের ইসমাইল হোসেন বলেন, হঠাৎ পানি বাড়ায় আসবাবপত্রের ক্ষতি হয়েছে। পুরো মেহেদীবাগ এলাকা পানিতে তলিয়ে আছে এবং পানি এখনো বাড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের নিচের বাজার ও মেহেদীবাগ এলাকা।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, গতকাল দিনের বেলা এবং আজ সকাল থেকে আকাশ রৌদ্রজ্বল। তবুও উজানে ভারী বর্ষণের কারণে আকস্মিক এ বন্যার সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দুর্গতদের সহায়তায় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]