42562

09/07/2025 আজকের পূর্ণগ্রাস রক্তিম চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে?

আজকের পূর্ণগ্রাস রক্তিম চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৫২

আজ বিশ্ববাসী বিরল এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে। ৭ ও ৮ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে। যাবে বলা হচ্ছে ব্লাড মুন বা রক্তিম চাঁদ। বাংলাদেশ, ভারতসহ এশিয়ার আকাশে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (ব্লাড মুন) দেখা যাবে।

বাংলাদেশ থেকে কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে, তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

চন্দ্রগ্রহণটি আজ রাত থেকে শুরু হয়ে পরদিন, অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে চন্দ্রগ্রহণ।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো—পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত।

এ দুই প্রান্তের কিছুটা পূর্ব-পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে।

তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]