পাপুয়া নিউগিনির ক্রিকেটার কিপলিং ডরিগা দলের নিয়মিত মুখ। বলা যায় দলের অন্যতম ভরসাও তিনি। তবে সেই ভরসার মান যেন রাখতে পারলেন না এ ক্রিকেটার। ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ডরিগা। গত সোমবার (২৫ আগস্ট) ভোরে জার্সির রাজধানী সেন্ট হেলিয়ার্সে তাকে গ্রেপ্তারের ঘটনা ঘটে।
যুক্তরাজ্যের ক্রাউন ডিপেনডেন্সি দ্বীপ জার্সিতে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ডকাপ চ্যালেঞ্জ লিগের দ্বিতীয় রাউন্ড। বলা যায় এই প্রতিযোগিতা থেকেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে উত্তীর্ণ হবে দলগুলো। এই টুর্নামেন্টে খেলছে পাপুয়া নিউগিনি। যথারীতি দলের সদস্য হিসেবে জার্সিতে অবস্থান করছিলেন ডরিগা।
২৯ বছর বয়সী ডরিগা পিএনজির হয়ে এখন পর্যন্ত ৯৭টি ম্যাচ খেলেছেন। তিনি ২০২১ ও ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশটির হয়ে খেলেছেন। বুধবার সকালে এই উইকেটকিপার-ব্যাটারকে ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হয়। তিনি অভিযোগ স্বীকার করেছেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, রিলিফ ম্যাজিস্ট্রেট রেবেকা মরলি-কির্ক মামলাটি রয়্যাল কোর্টে পাঠিয়ে দিয়েছেন। সেখানে আগামী ২৮ নভেম্বর তার শুনানি হবে। এর আগে জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় সেই সময় পর্যন্ত ডরিগাকে পুলিশ হেফাজতেই থাকতে হবে। বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে গিয়ে ডাকাতির অভিযোগে দলের ক্রিকেটার গ্রেপ্তার হওয়া পাপুয়া নিউগিনির জন্য লজ্জা হয়েই এসেছে।