41493

08/26/2025 বেতনের দাবিতে বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর সচল

বেতনের দাবিতে বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, দেড় ঘণ্টা পর সচল

নিজস্ব প্রতিবেদক

২৬ আগস্ট ২০২৫ ১৩:২২

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক দেড় ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টা নাগাদ প্রতিষ্ঠানটির শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকাসহ চারপাশের সড়কে যানবাহনের চাপ তৈরি হয়, তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন পরিবহন যাত্রীরা।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বকেয়া বেতনের দাবিতে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস কর্মীরা সকাল সাড়ে ১০টা নাগাদ বনানী-চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করে আউটগোয়িং-এ যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়েছে। এখনো তারা বিক্ষোভ করছে, তবে সড়কের বাইরে।

ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান ঢাকা পোস্টকে বলেন, মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়। শ্রমিকরা বনানী চেয়ারম্যান বাড়ি ইউটার্ন পয়েন্টে অবরোধের কারণে মহাখালী-উত্তরামুখী রুটে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২টা নাগাদ পুলিশের অনুরোধে সড়ক ছেড়ে গার্মেন্টসের সামনে গিয়ে অবস্থান নেন শ্রমিকরা। এখন যানচলাচল স্বাভাবিক, তবে অবরোধের কারণে চাপ রয়ে গেছে সড়কে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]