41462

08/26/2025 সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, সাড়ে ৩ লাখ টাকা মূল্যের কাঁকড়া জব্দ

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, সাড়ে ৩ লাখ টাকা মূল্যের কাঁকড়া জব্দ

খুলনা ব্যুরো

২৬ আগস্ট ২০২৫ ১১:০০

খুলনার কয়রায় সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৫ আগস্ট বিকেল ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন কয়রার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তল্লাশি করে সুন্দরবন থেকে আহরিত বিপুল পরিমাণ কাঁকড়া জব্দ করা হয়। এ সময় পাচারকারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকা ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, উদ্ধার করা কাঁকড়ার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। পরে জব্দ করা কাঁকড়াগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে কোবাদক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড কর্মকর্তা মুনতাসির ইবনে মুহসীন বলেন, দেশের বন ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]