41341

10/27/2025 পরিচয় মিলেছে ভারতে গ্রেফতার বাংলাদেশি পুলিশ কর্মকর্তার

পরিচয় মিলেছে ভারতে গ্রেফতার বাংলাদেশি পুলিশ কর্মকর্তার

আন্তর্জাতিক ডেস্ক

২৪ আগস্ট ২০২৫ ১৬:২২

ভারতে অনুপ্রবেশকালে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে গ্রেফতার বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে আদালতে তোলা হয়েছে। রোববার (২৪ আগস্ট )আরিফুজ্জামান নামে ওই পুলিশ কর্মকর্তাকে বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়।

বিএসএফ জানায়, গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে নিয়মিত টহলের সময় ওই কর্মকর্তাকে সন্দেহজনকভাবে সীমান্ত অতিক্রম করতে দেখে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার হওয়া কাগজপত্রে তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে।

আরিফুজ্জামানের বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলায়। গতকাল রাতে বিথারী সীমান্তরক্ষীর বাহিনী তাকে আটক করে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেয়।

এরপর স্বরূপনগর থানার পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে- হাসিনা সরকারের পরিবর্তনের পর ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বাংলাদেশের আত্মগোপন করেছিলেন।জীবন বাচাতে ভারতে অবৈধভাবে প্রবেশ করেন।

এরপর স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে তাকে গ্রেফতার করে রোববার বসিরহাট মহাকুমা আদালতে পেশ করা হয়েছে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]