41316

10/25/2025 সিরাজগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, ২ পাচার গ্রেফতার

সিরাজগঞ্জে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, ২ পাচার গ্রেফতার

জেলা সংবাদদাতা, সিরাজগঞ্জ

২৪ আগস্ট ২০২৫ ১২:৫৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে মূল্যবান কষ্টিপাথরের মূর্তিসহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

রোববার (২৪ আগস্ট) সকালে র‌্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানি কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, সিরাজগঞ্জের তাড়াশের শ্রীকৃষ্ণপুর গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম (৪৫) ও নওগাঁ মধ্যপাড়া গ্রামের আলমাস আলীর ছেলে শাহিন আলম (৩০)।

প্রেস বিজ্ঞপ্তি জানান, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উল্লাপাড়ার ৩নং উধুনিয়া ইউনিয়নের মহেশপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি লম্বা একটি মূল্যবান কষ্টি পাথর উদ্ধার ও দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। মূর্তিটির ওজন ৩১.৫৪০ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা এই মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ থেকে বিদেশে পাচারের কথা স্বীকার করেছে। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে

এসএন/রুপা

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]